Wednesday, December 27, 2017

মেহেদি পাতার আশ্চার্য্য ঔষধি গুণ যা আপনি কখনো চিন্তা ও করেননি

Best healthcare shop in Chittagong,
Best healthcare shop in Chittagong, 


Best healthcare shop in Chittagong,
Best healthcare shop in Chittagong,

মেহেদি পাতার ঔষধি গুণ




মেহেদির ওপর নাম হেনা. হেনা মানব সমাজের জন্য এক প্রকৃতির অনবদ্য দান হেনার ভেষজ গুনাগুন সহস্র বর্ষের প্রাচীন এর রয়েছে এন্টিফাঙ্গাল, এন্টি-ইনফ্লেমেটরী, কুলিং হিলিং, এন্টিইরিটেন্ট সিডেটিভ গুণাগুণ অত্যান্ত উপকারি ভেষজ হেনার পাতা ফুল হতে আহরিত তেল অনেক চর্ম মলম তৈরির গুরুত্বপূর্ণ উপাদানমেহেদি পাতা চামড়ায় ক্ষত, পোড়া চামড়ার ফ্যাকাসে হলুদ দাগ চিকিসায় অত্যান্ত কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার হয় স্কেবিস, চর্মের চুলকানি জাতীয় নখের ফাটার চিকিসায় হেনা পেস্ট ব্যবহার হয়


ময়েশ্চার ধারণের ফলে কোন অঙ্গ স্ফিতীর রোধে এক প্রকার ডিসল্ভিং ফ্যাক্টর গঠনে কাজে লাগে ভিটামিন-বি এর ঘাটতি জনিত পায়ের পাতার জ্বালা-পোড়ার ক্ষেত্রে দেহের তাপমাত্রা কমিয়ে স্বস্তি প্রদান করতে পারে


হেনার পাতা দিয়ে গরম করা সরিষার তেল চুলের স্বাস্থ্যবান বৃদ্ধি ত্বরান্বিত করে এক্ষেত্রে ২৫০ গ্রাম সরিষার তেল একটি পাত্রে সিদ্ধ করার সময় ৬০ গ্রাম হেনা পাতা ক্রমান্বয়ে যোগ করা হয়; তারপর একটি কাপড় দিয়ে ছেঁকে বোতলে সংরক্ষণ করা হয়

লিভারের বৃদ্ধি জন্ডিসের চিকিসায় এর বাকল ব্যবহার করা যায়জন্ডিস হলে মেহেদি গাছের মূল আতপ চাল ধোয়া পানি দিয়ে ঘষে চা চামচ থেকে ১০ দিন সকালে বিকালে খেলে থেকে দিনেই রোগী আরোগ্য লাভ করে ঔষধ খাওয়ার সময় ডাবের পানি আখের রস খেলে আরো ভাল কাজ করে

হেনা পাতা দিয়ে গরম করা পানি দিয়ে কুলকুচা করা যায় বা আক্রান্ত স্থানে প্রয়োগ করা যায়
কৃমি হলে মেহেদি পাতা ভিজিয়ে রেখে সেই পানি সকালে খালি পেটে খেলে কৃমি মজে যায়

প্রস্রাবের জ্বালাপোড়া করলে মেহেদি পাতা,নিম গাছে ছাল,আনারসের ডগা,কাঞ্চন পাতাএলাচলংগোল মরিচ এক সাথে ছেঁচে রস করে চিনি মিশিয়ে কাপড় দিয়ে ছেকে দিনে তিন বার ভাত খাওয়ার আগে আধা কাপ পরিমাণ খেলে এই রোগ উপশম হয়


মেহেদি গাছের বীজ,কাঁচা হলুদ,সাজনা গাছের মূল একসাথে বেটে এক ছটাক পরিমাণ রস মাসিক হওয়ার পর খেলে জন্মনিয়ন্ত্রন হয়

মাথায় খুসকি হলে বা চুল উঠলে মেহেদি পাতার রস চুলে লাগালে ভাল উপকার পাওয়া যায় খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী। সরিষা তেল, মেথি, মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। ১ ঘন্টার পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর।

কজিমা হলে মেহেদি পাতা,অশ্বমূল আদা এক সাথে বেটে একটু গরম করে দিনে বার মাখলে একজিমা ভাল হয়ে যায় ভাবে দিন ব্যবহার করতে হয়

মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ্বলাপোড়া কমিয়ে দিবে অনেকখানি। ঘামে দুর্গন্ধ হলে মেহেদি পাতা সিদ্ধ করে গোসল করলে উপকার পাওয়া যায়


এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন, মাউতওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভাল করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।

পুরোনো ক্ষত, যেগুলো বারবার ফিরে আসে, এসব ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে মেহেদি। মেহেদিপাতা বেটে এ রকম ক্ষতে লাগিয়ে রাখুন।পানি পচা রোগ সাধারণত নোংরা, জীবাণুযক্ত পানি লেগে এই রোগ হয়। আবার দীর্ঘক্ষণ পানিতে কাজ করলেও এ রোগ হতে পারে। এতে আঙুলের মাঝের অংশে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতে মেহেদির প্রলেপ লাগিয়ে রাখলে ঘা ভালো হয়ে যায়।

বলিরেখা দূর করতেও মেহেদির তুলনা নেই। ভাবছেন ত্বক লাল হয়ে যাবে কি না? মুখের ত্বকে মেহেদি ব্যবহারের নিয়মটি পুরো আলাদা। আপনার প্রতিদিনের ফেসপ্যাকে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মেহেদিপাতার রস। আর ফেসপ্যাক ১০ মিনিটের বেশি রাখবেন না। নিয়মিত ব্যবহারে বলিরেখা হবে বিলম্বিত।

শীতকালে তো পা হরদম ফাটে। তবে কারো কারো বারো মাস পা ফাটার সমস্যা থাকে। এছাড়া চামড়া ওঠার সমস্যাও থাকে অনেকের। মেহেদিপাতা বেটে ফাটা জায়গায় পুরু প্রলেপ দিয়ে রাখুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পা ফাটা প্রতিরোধ হবে।


Sunday, December 24, 2017

ভেষজ ঔষধি গুণসমৃদ্ধ বিদেশি একটি গাছের ২টি পাতা নিয়ন্ত্রনে রাখবে ডায়াবেটিস , ব্লাড প্রেসার, কিডনি ,লিভার ও হার্টের রোগ ।

Best healthcare shop in Chittagong
Best healthcare shop in Chittagong


ভেষজ ঔষধি গুণসমৃদ্ধ বিদেশি একটি গাছের  ২টি পাতা নিয়ন্ত্রনে রাখবে ডায়াবেটিস , ব্লাড প্রেসার, কিডনি ,লিভার ও হার্টের রোগ ।
ডায়াবেটিস এখন একটি সুপরিচিত রোগ। কিন্তু এখন এর আছে সহজ চিকিৎসা সকাল-বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয়, এবার আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে ভেষজ ঔষধি গুণসমৃদ্ধ বিদেশি একটি গাছের পাতা। প্রতিদিন খালিপেটে টি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ব্লাড প্রেশার-এমটাই দাবি চীন এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের। গাছটির বৈজ্ঞানিক নাম গাইনূরা প্রোকাম্বেন্স এটা চীন এবং সুইজারল্যান্ডে স্থানীয়ভাবে ডান্ডালিউয়েন নামেও বেশ পরিচিত। চীন, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্ব জয় করে এই এন্টি ডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এন্টি ডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। গাছটির টি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে সুগার এবং কলস্টেরল নিয়ন্ত্রণই করে। উল্লেখযোগ্য বিষয় হলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালিপেটে টি পাতা সেবন করলে তার কিডনি লিভার সতেজ থাকবে এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার ।
তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে টি পাতা এবং রাতে শোবার আগে টি পাতা সেবন করতে হবেএছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরো কমিয়ে হাইপোগ্লামিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্রথম দুই মাস ডায়াবেটিস এর নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে টি পাতা সেবন করতে হবে। দুই মাস পর থেকে শুধু টি করে গাছের পাতা খেলেই চলবে।এই গাছের পাতার সাথে রসুন, নিমপাতা, কাঁচা তেঁতুল পেস্ট করে একদিন রোদে শুকিয়ে ছোট মার্বেলের মতো অনেকগুলো বল বানিয়ে, আবার একদিন রোদে শুকিয়ে, একটি এয়ার টাইট বোতলে সংরক্ষণ করার পর, প্রতিদিন চিবিয়ে / টি বল খেয়ে পানি পান করলে কার্যকারিতা আরো ভালো হয় এবং ডায়াবেটিস থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে । এই গাছের পাতা হার্টের রোগেও ভাল কাজ করে।
বিশ্বের অনেকেই এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই হার্ব গাছটি সংগ্রহে বেশ আগ্রহী হয়ে উঠছেন। ভেষজ ওষধি গুণসম্পন্ন এই গাছটি বেঁচে থাকে ২৫ বছরসর্বোচ্চ ফুট লম্বা হয়। এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে যায়। তবে গাছে সকাল-বিকাল নিয়মিত পানি দিতে হয়। স্যাঁতস্যাঁতে পরিবেশ গাছের জন্য বেশ উপযোগী। সর্বনিম্ন ১০ ইঞ্চি টবে গোবরের সার মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে। বছরে অন্তত দুই বার মিশ্র সার ব্যবহার করতে পারেন। এই গাছটি ঘরের বারান্দায়, বাড়ির ছাদে টবে নিশ্চিন্তে লাগাতে পারেন। তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয়।
এছাড়া এই পাতা ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে। এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ- কমবে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে এটির নামডাক সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। চীনসহ সারা বিশ্বে এটি এন্টি ভাইরাস হিসেবেও খুব পরিচিত। 

Balance healthcare food

Best healthcare shop in Chittagong