Saturday, January 20, 2018

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য প্রাকৃতিক উপাদান

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য  প্রাকৃতিক উপাদান

 
Best healthcare shop in Chittagong


গর্ভাবস্থায় বা কোন অসুস্থতার কারণে বা জেনেটিক কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। চুল শুধু আপনার শরীরের একটি অংশই না এটি সৌন্দর্য স্বাস্থ্যের প্রতীক। চুলের সঠিক যত্ন নেয়া প্রয়োজন যাতে অসময়ে চুল পড়ে না যায়। এটি কোন মারাত্মক সমস্যা নয়। সামান্য সতর্কতা অবলম্বন করলেই চুল পড়ারোধ করা যায়। কিছু ভেষজ ব্যবহার করে চুল পড়ার সমস্যা কমানো যায়। চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে প্রাকৃতিক উপাদানগুলো চলুন তাহলে দেখে নেয়া যাক, আপনার চুল পড়া বন্ধ করা ও চুল ঘন করার জন্য কীভাবে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করতে পারেন

 ১।অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বক চুলের জন্য দারুণ কার্যকরী। মাথার তালুর রক্ত সংবহনকেও উদ্দীপিত করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়মিত মাথার তালুতে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এটি চুলের বৃদ্ধিতেও চমৎকার ভাবে সাহায্য করে। চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো অ্যালোভেরা (Alovera) জেল নারিকেলের দুধের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন

২।পিপারমিন্ট
চুলের বৃদ্ধি ও চুল পড়া কমানোর জন্য বহু কাল থেকেই ব্যবহার হয়ে আসছে পিপারমিন্ট অয়েল।
এছাড়াও চুলের মূলকে মাথার তালুর সাথে আবদ্ধ হয়ে থাকতে সাহায্য করেএই তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়।

৩। ল্যাভেন্ডার

প্রতিদিন মাথায় ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে টেনশন মাথাব্যথা কমতে সাহায্য করে। ল্যাভেন্ডারের চমৎকার 
ঘ্রাণ শুধু অনুভূতিকে শীতলতাই দান করেনা বরং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এবং টাক পড়া প্রতিরোধ করে। এই উভয় সমস্যাই চুল পড়ার বড় কারণ

৪। মেথি
মেথি হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার (Conditioner) মেথির বীজ দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে কাদার মত গঠন হয়। এর সাথে মেহেদি, শিকাকাই ও আমলা মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালুতে চুলে লাগান

৫। হেনা বা মেহেদি
হেনা সাধারণত Hair Color করার জন্যই ব্যবহার করা হয়। এটি চুলকে শক্তিশালী করা ঘন করার জন্য প্রোটিন ট্রিটমেন্টের মত কাজ করে এটি চুলের সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী।

৬। নিম
নিমের তেল দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী, সিল্কি উজ্জ্বল করে। নিম পাতার পেস্ট ব্যবহার করলে চুলের শুষ্কতা চামড়া উঠার সমস্যা দূর হয় ও মাথার তালুর পুষ্টি পায়

টমেটো

একটি টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিন এবার শ্যাম্পু করার পর ভেজা চুলে মাথার স্কাল্পসহ ভালোভাবে টমেটো পেস্ট লাগিয়ে নিন - মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন টমেটোর অ্যান্টি ফাংগাল প্রোপার্টি মাথা থেকে খুশকি তাড়াবে এবং চুলকে করে তুলবে ঝলমলে উজ্জ্বল

Wednesday, December 27, 2017

মেহেদি পাতার আশ্চার্য্য ঔষধি গুণ যা আপনি কখনো চিন্তা ও করেননি

Best healthcare shop in Chittagong,
Best healthcare shop in Chittagong, 


Best healthcare shop in Chittagong,
Best healthcare shop in Chittagong,

মেহেদি পাতার ঔষধি গুণ




মেহেদির ওপর নাম হেনা. হেনা মানব সমাজের জন্য এক প্রকৃতির অনবদ্য দান হেনার ভেষজ গুনাগুন সহস্র বর্ষের প্রাচীন এর রয়েছে এন্টিফাঙ্গাল, এন্টি-ইনফ্লেমেটরী, কুলিং হিলিং, এন্টিইরিটেন্ট সিডেটিভ গুণাগুণ অত্যান্ত উপকারি ভেষজ হেনার পাতা ফুল হতে আহরিত তেল অনেক চর্ম মলম তৈরির গুরুত্বপূর্ণ উপাদানমেহেদি পাতা চামড়ায় ক্ষত, পোড়া চামড়ার ফ্যাকাসে হলুদ দাগ চিকিসায় অত্যান্ত কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার হয় স্কেবিস, চর্মের চুলকানি জাতীয় নখের ফাটার চিকিসায় হেনা পেস্ট ব্যবহার হয়


ময়েশ্চার ধারণের ফলে কোন অঙ্গ স্ফিতীর রোধে এক প্রকার ডিসল্ভিং ফ্যাক্টর গঠনে কাজে লাগে ভিটামিন-বি এর ঘাটতি জনিত পায়ের পাতার জ্বালা-পোড়ার ক্ষেত্রে দেহের তাপমাত্রা কমিয়ে স্বস্তি প্রদান করতে পারে


হেনার পাতা দিয়ে গরম করা সরিষার তেল চুলের স্বাস্থ্যবান বৃদ্ধি ত্বরান্বিত করে এক্ষেত্রে ২৫০ গ্রাম সরিষার তেল একটি পাত্রে সিদ্ধ করার সময় ৬০ গ্রাম হেনা পাতা ক্রমান্বয়ে যোগ করা হয়; তারপর একটি কাপড় দিয়ে ছেঁকে বোতলে সংরক্ষণ করা হয়

লিভারের বৃদ্ধি জন্ডিসের চিকিসায় এর বাকল ব্যবহার করা যায়জন্ডিস হলে মেহেদি গাছের মূল আতপ চাল ধোয়া পানি দিয়ে ঘষে চা চামচ থেকে ১০ দিন সকালে বিকালে খেলে থেকে দিনেই রোগী আরোগ্য লাভ করে ঔষধ খাওয়ার সময় ডাবের পানি আখের রস খেলে আরো ভাল কাজ করে

হেনা পাতা দিয়ে গরম করা পানি দিয়ে কুলকুচা করা যায় বা আক্রান্ত স্থানে প্রয়োগ করা যায়
কৃমি হলে মেহেদি পাতা ভিজিয়ে রেখে সেই পানি সকালে খালি পেটে খেলে কৃমি মজে যায়

প্রস্রাবের জ্বালাপোড়া করলে মেহেদি পাতা,নিম গাছে ছাল,আনারসের ডগা,কাঞ্চন পাতাএলাচলংগোল মরিচ এক সাথে ছেঁচে রস করে চিনি মিশিয়ে কাপড় দিয়ে ছেকে দিনে তিন বার ভাত খাওয়ার আগে আধা কাপ পরিমাণ খেলে এই রোগ উপশম হয়


মেহেদি গাছের বীজ,কাঁচা হলুদ,সাজনা গাছের মূল একসাথে বেটে এক ছটাক পরিমাণ রস মাসিক হওয়ার পর খেলে জন্মনিয়ন্ত্রন হয়

মাথায় খুসকি হলে বা চুল উঠলে মেহেদি পাতার রস চুলে লাগালে ভাল উপকার পাওয়া যায় খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী। সরিষা তেল, মেথি, মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। ১ ঘন্টার পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর।

কজিমা হলে মেহেদি পাতা,অশ্বমূল আদা এক সাথে বেটে একটু গরম করে দিনে বার মাখলে একজিমা ভাল হয়ে যায় ভাবে দিন ব্যবহার করতে হয়

মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ্বলাপোড়া কমিয়ে দিবে অনেকখানি। ঘামে দুর্গন্ধ হলে মেহেদি পাতা সিদ্ধ করে গোসল করলে উপকার পাওয়া যায়


এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন, মাউতওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভাল করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।

পুরোনো ক্ষত, যেগুলো বারবার ফিরে আসে, এসব ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে মেহেদি। মেহেদিপাতা বেটে এ রকম ক্ষতে লাগিয়ে রাখুন।পানি পচা রোগ সাধারণত নোংরা, জীবাণুযক্ত পানি লেগে এই রোগ হয়। আবার দীর্ঘক্ষণ পানিতে কাজ করলেও এ রোগ হতে পারে। এতে আঙুলের মাঝের অংশে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতে মেহেদির প্রলেপ লাগিয়ে রাখলে ঘা ভালো হয়ে যায়।

বলিরেখা দূর করতেও মেহেদির তুলনা নেই। ভাবছেন ত্বক লাল হয়ে যাবে কি না? মুখের ত্বকে মেহেদি ব্যবহারের নিয়মটি পুরো আলাদা। আপনার প্রতিদিনের ফেসপ্যাকে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মেহেদিপাতার রস। আর ফেসপ্যাক ১০ মিনিটের বেশি রাখবেন না। নিয়মিত ব্যবহারে বলিরেখা হবে বিলম্বিত।

শীতকালে তো পা হরদম ফাটে। তবে কারো কারো বারো মাস পা ফাটার সমস্যা থাকে। এছাড়া চামড়া ওঠার সমস্যাও থাকে অনেকের। মেহেদিপাতা বেটে ফাটা জায়গায় পুরু প্রলেপ দিয়ে রাখুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পা ফাটা প্রতিরোধ হবে।


Balance healthcare food

Best healthcare shop in Chittagong